সংস্কার / Shangskar

Stand Against Rape

এক সাগর রক্ত, লাখো শহীদ, সাথে লাখো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এদেশে নারীরা নিরাপদ কোথায় কখন কিভাবে ???

উত্তপ্ত শ্লোগানে সরব চারপাশ। প্রতিবাদ, প্রতিকার চাই।প্রতিবাদে নাকি সচেতনতা বাড়ে। জনমত সংগঠিত হয়, নীতি নির্ধারকেরা তৎপর হন, প্রতিকার এর দরজা খুলে যায়। কিন্তু ধর্ষণের প্রতিকার এর দরজার তালার জং যেন প্রকট। চাবি, কোথায় যেন রাখা।

ধর্ষিতার ঝাপসা চোখে আজ উদাস দৃষ্টি। ঘরের স্যাঁতস্যাঁতে কোনায় বসে আশ্চর্য এক রোগের ওষুধ খুজে বেরায়। রোগের নাম “POST TRAUMATIC STRESS DISORDER”

সম্ভ্রম ই নারীর জীবন। আর জীবন বাঁচানো ফরজ যেকোনো মূল্যে আমরা জানি।

” প্রতিবাদ করলে পাব কি প্রতিকার ???
বিচার করার সময় তবে কি আমার !!! ”

In Frame: Pushon Aelvi
Makeup: Sharmin Shanta

And some hard-working people behind the result.
Thanks to Arif Hossain

Year
2020
Location
Fonok's Photobox
Photography
Iftekhar Emon
Retouching
Iftekhar Emon